Tuesday, December 2, 2008

ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা

ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা
যদি ডিলিট করা ফাইলকে স্টোর করার জন্য রিসাইকেল বিন ব্যবহার করতে না চান, তাহলে এর ডেস্কটপ আইকনকে সম্পূর্ণভাবে দূর করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :* Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার প্রেস করলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।* এবার HKEY_LOCAL_MACHINE/ SOFTWARE/Microsoft/Windows/ CurrentVersion/explorer/Desktop/NameSpace -এ নেভিগেট করুন।* ডান দিকের প্যানে Recycle Bin স্ট্রিং-এ ক্লিক করুন।* Del-এ ক্লিক করে ওকে করুন।

রিসাইকেল বিন রিনেম করা

রিসাইকেল বিন রিনেম করা
আমরা অনেকেই রিসাইকেল বিনে ডেস্কটপ আইকনের নাম পরিবর্তন করতে চাই। আর এ কাজটি সম্পন্ন করা যায় নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :* Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার চাপলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।* এবার HKEY_CLASSES_ROOT/ CLSID/{645FF040-5081-101B-9F08-00AA002F954E} - এ নেভিগেট করুন।* এবার Recycle Bin -এর নাম পরিবর্তন করে আপনার কাক্সিক্ষত নাম দিন কোটেশন চিহ্ন ছাড়া।

উইন্ডোজ এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইল সার্চ করা

উইন্ডোজ এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইল সার্চ করা
বাই ডিফল্ট Search -এর সহযোগ হিডেন বা সিস্টেম ফাইল সার্চ করা যায় না। কারণ, এই ফাইলগুলো খুঁজে পাওয়া যায় না, যদিও সেগুলো ড্রাইভে থাকে। উইন্ডোজ এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইল খুঁজে পেতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন :* Start->Search->All files and folders-এ ক্লিক করুন।* এরপর More advanced অপশনে ক্লিক করুন।* Search system folders এবং Search hidden files and folders চেকবক্সে ক্লিক করুন হিডেন ফাইল বা ফোল্ডার সিলেক্ট করার জন্য।

ফোল্ডার প্রাইভেট করা

ফোল্ডার প্রাইভেট করা
* My Computer ওপেন করার জন্য Start?My Computer-এ ক্লিক করুন।* যেখানে উইন্ডোজ ইনস্টল করা আছে (সাধারণত C: ড্রাইভে) সেই ড্রাইভে ডবল ক্লিক করুন।* যদি System Tasks-এর অন্তর্গত ড্রাইভ কনটেন্ট হিডেন থাকে, তাহলে ক্লিক করুন Show the contents of this drive -এ।* Documents and Setting ফোল্ডারে ডবল ক্লিক করুন।* ইউজার ফোল্ডারে ডবল ক্লিক করুন।* আপনার ইউজার প্রোফাইলে যেকোনো ফোল্ডারে রাইট ক্লিক করুন।* এরপর Properties -এ ক্লিক করুন।* Sharing ট্যাবে সিলেক্ট করুন Make this Folder private so that only I have access to it চেকবক্স।

শেয়ার্ড ফাইল এবং ফোল্ডারের অনুমতি সেট করা

শেয়ার্ড ফাইল এবং ফোল্ডারের অনুমতি সেট করা
ফাইল ও ফোল্ডার শেয়ারিংকে দুভাবে ম্যানেজ করা যায়। যদি ফাইল শেয়ারিংকে বেছে নেন, তাহলে নেটওয়ার্ক বা ওয়ার্কগ্র“পের সবাই আপনার ফোল্ডার শেয়ার করতে পারবেন। অথবা আপনার ফোল্ডারকে প্রাইভেট হিসেবে ব্যবহার করতে পারবেন। (উইন্ডোজ ২০০০-এ এভাবে ফোল্ডার শেয়ার করা হয়)। উইন্ডোজ এক্সপি প্রফেশনালে নির্দিষ্ট গ্র“প বা ব্যবহারকারীর জন্য ফোল্ডার পারমিশন সেট করতে পারবেন। এ ধরনের কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই প্রথমে ডিফল্ট সেটিং পরিবর্তন করতে হবে, যা ফাইল শেয়ারিংয়ের মতো সহজ। সেটিং পরিবর্তন করার জন্য নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :-Control Panel ওপেন করে Tools->Folder Options -এ ক্লিক করুন।View ট্যাবে ক্লিক করে অ্যাডভান্স সেটিংস লিস্টের নিচের দিকে স্ক্রল করুন।* Use simple file sharing চেকবক্স ক্লিয়ার করুন।ফোল্ডার পারমিশন ম্যানেজ করার জন্য Windows Explorer ফোল্ডারে ব্রাউজ করুন। ফোল্ডারে রাইট ক্লিক করুন এবং এরপর Properties ক্লিক করুন।* Security ট্যাবে ক্লিক করে পারমিশন অ্যাসাইন করুন যেমন; Full Control, Modify, Read এবং/অথবা Write-এ ক্লিক করুন ব্যবহারকারীকে নির্দিষ্ট করার জন্য।আপনি শুধু সেইসব ফাইল ও ফোল্ডার পারমিশন সেট করতে পারবেন, যেগুলো NTFS ফরমেটে সেট করা আছে।

এক্সপির Send To মেনু আইটেম পরিবর্তন করা

এক্সপির Send To মেনু আইটেম পরিবর্তন করা
উইন্ডোজ ৯৮-এর মতো উইন্ডোজ এক্সপির Send To মেনু আইটেম পরিবর্তন করা যায়। পার্থক্য হলো- এখানে ফোল্ডার হিডেন থাকে এবং উইন্ডোজ ৯৮-এর মতো করে উইন্ডোজ ফোল্ডারে থাকে না। এক্সপির Send To মেনু আইটেম পরিবর্তন করা যায় নিচের ধাপগুলো অনুসরণ করে-* Tools->Folder Options-এ ক্লিক করুন।* View ট্যাবে ক্লিক করে Show Hidden Files and Folders রেডিও বাটনে ক্লিক করুন।* Apply-তে ক্লিক করে Ok-তে ক্লিক করুন।* এবার আপনাকে যেতে হবে- C:Documents and SettingUsername - ফোল্ডারে। এখানে আপনি প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে পারবেন। এ ফোল্ডারে রয়েছে Send To ফোল্ডার।

সিডি অটোরান নিষ্ক্রিয় করা

সিডি অটোরান নিষ্ক্রিয় করা
যদি সিডি অটোরান ফিচারকে ডিজ্যাবল বা নিষ্ক্রিয় করতে চান, তাহলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন :Start->Run -এ ক্লিক করে GPEDIT.MSC এন্টার করুন।Computer Configuration, Administrative Templates, System-এ এক্সেস করুন।এবার Turn autoplay off এন্ট্রি খুঁজে বের করে নিজের পছন্দ অনুযায়ী মডিফাই করুন।পাভেলবহদ্দারহাট, চট্টগ্রাম